নওগাঁর মান্দার ঐতিহ্যবাহী জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উক্ত ভোটে সভা পতি পদে মোজাহারুল ইসলাম মুকুল সভাপতি বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়। আজ ৬ই ডিসেম্বর রোজ শনিবার সকাল ১০ টা থেকে ৪ টা পর্যন্ত উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহন চলে।
এ নির্বাচনে সাধারন সম্পাদক পদে শ্রী বিরাজ কৃষ্ণ রায় ও শ্রী বিপুল চন্দ্র প্রামানিক প্রতিদ্বন্দিতা করেন। সম্পাদক পদে শ্রী বিরাজ কৃষ্ণ রায় ফুটবল মার্কায় ২১২ ভোট পেয়ে নির্বাচিত হয় অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দি মই মার্কায় ৬৭ ভোট পেয়ে পরাজিত হয়। সহ সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দিতায় মীর দেলোয়ার হোসেন নির্বাচিত হয়। সহ ৬ জন বিনা প্রতিদ্বন্দিতায় সদস্য নির্বাচিত হন তারা হলেন, মোঃজাহাঙ্গীর আলম, পরেশ সোনার, প্রকাশ সোনার, মাজেদ আলী মন্ডল , ইমরান, এনামুল হক
উল্লেখ্য জোতবাজার ক্ষুদ্র ব্যবসায়ী সমিতির মোট ভোটার সংখ্যা ৪২৩ জন। এ নির্বাচনে ভোটাররা ২৮৩ জন ভোটার ভোট প্রদান করে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন।
তারা বলেন আমরা আমাদের ভোট নিরবিগ্নে আমাদের প্রার্থীকে ভোট দিয়েছে তারা সমিতির উন্নয়নে একত্রিত হয়ে কাজ করবে এটাই প্রত্যাশা।