1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  4. owdcfyxb@znemail.com : emanuelsolander :
  5. joshuawilliams47430dvn@budgetthailandtravel.com : fannyigv718 :
  6. novikov-9iouh@myrambler.ru : lynda78370040 :
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত জেলা পুলিশ, ময়ননসিংহ এর আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ রিয়াল কোচ জাবি আলোনসো বরখাস্ত আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার চবি শিক্ষার্থী অর্পিতা শীলের চোখে সুন্দরবনের ঢাংমারী : জীবনসংগ্রাম ও আতঙ্কে জর্জরিত জেলেপল্লী মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জনবান্ধব নেতা বগুড়া-৫ আসনে হাতপাখার প্রার্থী প্রভাষক মীর মাহমুদুর রহমান

আশরাফুদ্দীন আল আজাদ, বগুড়া জেলা প্রতিনিধি / ২১৭
বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-০৫ (শেরপুর-ধুনট) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর, পীর সাহেব চরমোনাই মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু ।
সংক্ষিপ্ত পরিচয়: প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু ।শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের চন্ডিপুর গ্রামের সম্ভ্রান্ত এক মুসলিম পরিবারে জন্ম, পিতা মরহুম আলহাজ্ব মুসলিম উদ্দিন মীর অবসরপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং মাতা মরহুমা মাহেলা বেগম। ছয় ভাই এর মধ্যে তিনি কনিষ্ঠ।
শিক্ষাজীবন: শিক্ষাজীবন: স্থানীয় প্রাইমারি স্কুল থেকে পন্চম, ছোনকা দ্বীমুখী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, শেরপুর সরকারী কলেজ থেকে এইচএসসি ও বগুড়া সরকারী আজিজুল হক কলেজ থেকে অনার্স মাষ্টার্স (ম্যানেজমেন্ট) সম্পন্ন করেন।
রাজনৈতিক জীবন: বর্তমানে তিনি জাতীয় শিক্ষক ফোরামের কেন্দ্রীয় রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর বগুড়া জেলা শাখার সহ-সভাপতি এবং শেরপুর উপজেলা শাখার সেক্রেটারী দায়িত্ব পালন করছেন।
এবং তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশ বগুড়া জেলা শাখার সাবেক সেক্রেটারির দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি স্কুল জীবনে ছোনকা দ্বীমুখী উচ্চ বিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন করে সেখানে ধর্মীয় সম্পাদক হিসেবে ছিলেন।
কলেজ জীবনে শেরপুর সরকারি কলেজ থেকে ছাত্র সংসদ নির্বাচনে জিএস প্রার্থী ছিলেন।
পরবর্তীতে সরকারি আজিজুল হক কলেজেও ছাত্র সংসদ নির্বাচন করেছিলেন।
২০১৪ সালে শেরপুর উপজেলা পরিষদ নির্বাচন করেন এবং সর্বশেষ ২০১৮সালে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত বগুড়া-৫ আসনে সংসদ নির্বাচন করেন।
জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু ফ্যাসিবাদী শাসনামলে অন্যায়, অত্যাচার, গুম ও খুনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে এবং নাস্তিক বিরোধী আন্দোলনের কারণে আওয়ামী সরকারের হাতে কারাবরণ ও নির্যাতনের শিকার হয়েছেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তিনি ছাত্র-জনতার সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
পেশাজীবন: অধ্যাপক ব্যবস্থাপনা বিভাগ রহিমা নওশেন অনার্স কলেজ, শেরপুর, বগুড়া এবং শেরপুর গ্রাফিক্স এর সত্বাধিকারী।
সামাজিক অ্যাকটিভিটিস : দীর্ঘদিন সমাজসেবার কাজে বয়স্কদের কোরআন শিক্ষার ব্যবস্থা, স্বেচ্ছায় রক্তদান, বেকার ছাত্রদের ফ্রি কম্পিউটার ট্রেনিং করানো, গরিব দুঃখী মানুষের মাঝে বিভিন্ন সময় সংকটময় মুহূর্তে ত্রাণ সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, বৃক্ষরোপন, বৃক্ষ বিতরণ, করোনায় মৃত ব্যক্তিদের দাফন, বন্যাকবলিত মানুষের পাশে দাড়ান, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাড়ানোসহ জনসাধারণের যেকোনো সমস্যায় সব সময় ছুটে চলেন তিনি।
শেরপুর-ধুনট আসনের গরিব, দুঃখি, মেহনতী, খেটে খাওয়া ও সর্বস্তরের জনসাধারণের প্রতি জননেতা প্রভাষক মীর মাহমুদুর রহমান চুন্নু ভাইয়ের অঙ্গীকার
১. ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা-সব নাগরিকের জন্য ন্যায্যতা, সুবিচার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা।
২. মানসম্মত শিক্ষাব্যবস্থা-স্কুল, কলেজ, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে গুণগত শিক্ষা নিশ্চিত করা এবং শিক্ষক সংকট দূর করা।
৩. উন্নত চিকিৎসা সেবা-হাসপাতাল ও কমিউনিটি ক্লিনিকগুলোতে আধুনিক ও সাশ্রয়ী স্বাস্থ্যসেবা সহজলভ্য করা।
৪. অবকাঠামো উন্নয়ন-রাস্তা, সেতু, কালভার্ট, বিদ্যুৎ, পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা উন্নত ও আধুনিক করা।
৫. অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান –স্থানীয় শিল্প, ক্ষুদ্র ব্যবসা ও নবীন উদ্যোক্তাদের সহায়তা ও সুযোগ সৃষ্টি করা।
৬. অপরাধ ও মাদকমুক্ত সমাজ –মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি নির্মূল এবং নারীর নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা নেওয়া।
৭. কৃষকবান্ধব উদ্যোগ –কৃষকদের জন্য ভর্তুকি ভিত্তিক সার, বীজ, কীটনাশক ও আধুনিক যন্ত্রপাতি বিতরণে স্বচ্ছতা বজায় রাখা।
৮. নদী ভাঙন প্রতিরোধ –যমুনা নদীর ভাঙনরোধে টেকসই বাঁধ নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
৯. হস্তশিল্প পুনর্জাগরণ –হস্ত শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠিত করতে সরকারি উদ্যোগ গ্রহণ করা।
১০. শিল্প গ্যাস সংযোগ –স্থানীয় শিল্প বিকাশে শিল্প গ্যাস সংযোগ স্থাপনে কার্যকর ভূমিকা গ্রহণ করা।
১১. দুর্যোগ ব্যবস্থাপনা –বন্যা-খরায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ত্রাণ ও পুনর্বাসনের নিশ্চয়তা দেওয়া।
১২. যুব ও সংস্কৃতি উন্নয়ন _ খেলার মাঠ, লাইব্রেরি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সহায়তা প্রদান করা এবং নতুন প্রজন্মের মানসিক বিকাশ নিশ্চিত করা।
১৩. সামাজিক সুরক্ষা ও সহানুভূতি –অসহায়, গরিব, মেধাবী, এতিম, প্রতিবন্ধী, বয়স্ক, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/