বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয় তুলে নিলেও মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের গ্যালারিতে যেন অনুপস্থিত ছিলেন কেউ একজন। মাঠে না থেকেও প্রতিটি চিৎকারে, প্রতিটি প্ল্যাকার্ডে আর প্রতিটি গর্জনে ঘুরেফিরে ছিলেন এক নাম—সাকিব আল হাসান।
‘তুমি কে আমি কে? সাকিব, সাকিব!’—এই স্লোগানে মুখর ছিল স্টেডিয়াম। ম্যাচের উত্তাপ ও রোমাঞ্চ ছাপিয়ে দর্শকদের আবেগ যেন কেন্দ্রিত ছিল দেশের অন্যতম সেরা অলরাউন্ডারের প্রতি।
অনেকের হাতে প্ল্যাকার্ড, কারও গায়ে লেখা—‘মিস ইউ সাকিব ভাই’, ‘তুমি না থাকলে জিতেও আনন্দ লাগে না।’
বাংলাদেশ এদিন দারুণ খেলেছে। পাকিস্তানের মতো শক্তিশালী দলের বিপক্ষে জয় তুলে নেওয়া কোনো সাধারণ ব্যাপার নয়। কিন্তু সাকিব ভক্তদের একাংশ যেন আজও অতৃপ্ত, অপূর্ণ।
গ্যালারির দর্শকদের অনেকেই বলেন, ‘বাংলাদেশ জিতেছে, খুশি আমরা। তবে সাকিব ভাই থাকলে এই জয়টা আরও সুন্দর হতো।’
সাকিব বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে আংশিক বিরতিতে রয়েছেন। টেস্ট থেকে আগেই সরে দাঁড়িয়েছেন, ওয়ানডেতেও বিরতিতে আছেন।
তবে তার জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বরং অনুপস্থিতিতেই যেন বাড়ছে তার প্রতি ভক্তদের ভালোবাসা।
মাঠে না থেকেও সাকিব যে কতটা প্রাসঙ্গিক, তা আজকের গ্যালারির দৃশ্যই বলে দেয়। জয় এসেছে, কিন্তু মনে হয়েছে, একজনের শূন্যতা সবাই অনুভব করেছে। এটাই হয়তো ভালোবাসা।
এটাই হয়তো সাকিব আল হাসান।