জাতীয় পর্যায়ে গণতন্ত্র, মানবাধিকার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাওয়া সংগঠন ‘আপ বাংলাদেশ’ সাময়িকভাবে ২৫ জুলাই ২০২৫ তারিখে নির্ধারিত জামালপুর জেলার গণসংযোগ কর্মসূচী স্থগিত ঘোষণা করেছে।
সংগঠনের কেন্দ্রীয় কমিটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনিবার্য কারণবশত এই কর্মসূচী স্থগিত করা হয়েছে। তবে কর্মসূচির নতুন সময় ও তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ।
সংগঠনের এক শীর্ষ নেতা বলেন, “আপ বাংলাদেশ জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য দায়বদ্ধ। আমরা প্রতিটি জেলার জনগণের পাশে থাকতে চাই। জামালপুর কর্মসূচী স্থগিত হলেও অচিরেই নতুন তারিখে আবারও এই জেলায় উপস্থিত হব।”
এছাড়া সংগঠনটি আগামী ১ আগস্ট ২০২৫, ঢাকার শাহবাগে এক বৃহৎ গণসমাবেশের আয়োজন করেছে।
এই সমাবেশে ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি ও বিচার এবং জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবি তুলে ধরা হবে।
আপ বাংলাদেশ-এর পক্ষ থেকে সর্বস্তরের সচেতন নাগরিক, তরুণ, ছাত্র ও শ্রমজীবী জনতাকে ঐক্যবদ্ধ ও সাহসিক অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
সংগঠনের আহ্বান, “একটি গণতান্ত্রিক, মানবিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থার দাবিতে—আপনিই হোন সাহসী কণ্ঠ, হয়ে উঠুন ইতিহাসের বদলকারী।”