1. admin@banglarrang.com : admin :
  2. info.banglarrang@gmail.com : banglar rang : banglar rang
  3. demo1.banglarrang@gmail.com : demo1 demo : demo1 demo
  4. owdcfyxb@znemail.com : emanuelsolander :
  5. joshuawilliams47430dvn@budgetthailandtravel.com : fannyigv718 :
  6. novikov-9iouh@myrambler.ru : lynda78370040 :
  • শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
চট্টগ্রামে স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের যুগপূর্তি উৎসব ২০২৬ অনুষ্ঠিত জেলা পুলিশ, ময়ননসিংহ এর আয়োজনে পুলিশ সুপার ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাঁচ পুলিশ সদস্যকে কুপিয়ে হাতকড়াসহ আসামি ছিনতাই, ১৫৯ জনের নামে মামলা এমএসই’২১ ব্যাচের শিক্ষার্থী রেজওয়ানুল হকের মৃত্যুতে কুয়েটে শোক, বন্ধ একাডেমিক কার্যক্রম বগুড়ায় এ মৌসুমে সবজির পর এবার আলু রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ রিয়াল কোচ জাবি আলোনসো বরখাস্ত আর কখনো যাতে ভোট ডাকাতি না হয়, সে ব্যবস্থা করতে হবে: প্রধান উপদেষ্টা সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৩২ হাজার চবি শিক্ষার্থী অর্পিতা শীলের চোখে সুন্দরবনের ঢাংমারী : জীবনসংগ্রাম ও আতঙ্কে জর্জরিত জেলেপল্লী মাল্টিমিডিয়া ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

শিবির জাতীয় সংগীত মানে না, তাই ঐক্য অসম্ভব : নাছির উদ্দিন নাছির

বাংলার রঙ অনলাইন ডেস্ক / ৯০
শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

‘বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাতীয় সংগীতের চর্চাকে বাধাগ্রস্ত করে’ এমন অভিযোগ এনে সংগঠনটির সঙ্গে কোনো ছাত্রসংগঠনের ঐক্য সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির। বুধবার (২৩ জুলাই) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) টিএসসিসিতে শাখা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত ‘জুলাই শহীদ স্মরণ সভা’য় তিনি এ কথা বলেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, গত কয়েক মাস আগে শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একটি আন্দোলন হয়েছিল। সেখানে বিভিন্ন সংগঠনের সঙ্গে ছাত্রশিবিরও ছিল। তারা সেখানে বললো আমরা আন্দোলন করবো ভালো কথা কিন্তু কোনো জাতীয় সংগীত গাইতে পারবেন না। যারা জাতীয় সংগীত গাইতে বাধা দেয় সেরকম কোনো ছাত্র সংগঠনের সঙ্গে কিভাবে ঐক্য হতে পারে আমি বুঝতে পারি না। তাই ছাত্রদল মনে করে যারা জাতীয় সংগীতের স্পিরিট ধারণ করে না, যারা জাতীয় সংগীত গাইতে আমার দেশের সাধারণ মানুষকে বাধাগ্রস্ত করে তাদের সঙ্গে বাংলাদেশের কোনো ছাত্রসংগঠনের ঐক্য হতে পারে না।

এদিকে ছাত্রলীগের অনেকে এখন শিবিরের পদে থেকে দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ করেন নাছির। তিনি বলেন, ছাত্রলীগের কোনো নেতাকর্মীকে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশে দিলে ছাত্রশিবির তাদের ছাড়িয়ে আনে। শিবির বলে, কৌশলের অংশ হিসেবে তারা ছাত্রলীগ করেছে এখন শিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বে রয়েছে। এই চিত্র আমরা গাজীপুরে দেখেছি, চকবাজার দেখেছি, চট্টগ্রামে দেখেছি। আপনারা খেয়াল করে দেখবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমরা দেখেছি ছাত্রলীগের ক্যাডার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে সোহরাওয়ার্দী হল শাখা শিবিরের সভাপতি।

এ প্রসঙ্গে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মো. জহির রায়হান আহমেদ বলেন,গতবছর চতুর্থ দিনের মতো কারফিউ ছিল এবং সারাদেশের ইন্টারনেট বন্ধ ছিল। আজকের এই দিনে আমরা কেউই বাসা বাড়িতে থাকতে পারিনি। আমাদের প্রত্যেকের বাসায় তল্লাশি চালিয়ে ধরে নিয়ে যাওয়া হচ্ছিলো। এই জুলাই-আগস্টের গণ অভ্যুত্থান কিন্তু একদিনে রচনা হয়নি। দীর্ঘ সময়ের পরিক্রমায় দীর্ঘ শ্রম-ঘামের বিনিময়ে এই জুলাই এসেছে।

সভাপতির বক্তব্যে রাবি শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, ৫ আগস্টের পর আমরা যে প্রত্যাশা নিয়ে রাজনীতি শুরু করেছিলাম বাংলাদেশে ইসলামি ছাত্রশিবির এবং জামায়াতে ইসলামী বাংলাদেশের সুন্দর রাজনীতি যেভাবে নষ্ট করেছে, তা বিগত সময়ে কখনো হয়নি। আজকে যখনই দেখবেন বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ বিরাজমান, দেশের মানুষের অশান্তি তখনই দেখবেন দরজার পেছনের যে চেহারাটা তারই নাম বাংলাদেশ জামায়তে ইসলামী, ছাত্রশিবিরের নেতারা জড়িত।

অনুষ্ঠানের শুরুতে জুলাই অভ্যুত্থানে শহীদ এবং ঢাকায় বিমান দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া করা হয়। এরপর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্মআহ্বায়ক সরদার রাশেদ আলীর সঞ্চালনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়করা বক্তব্য দেন।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম, ইউট্যাবসহ বিভিন্ন বিএনপিপন্থি সংগঠনের শিক্ষকগণ এবং রাজশাহী শহরের বিভিন্ন শাখার নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
https://slotbet.online/