খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মাকসুদ হেলালী যোগদানের পরপরই বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে একের পর এক গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিচ্ছেন। আজ সোমবার (২৮ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সভাকক্ষে অনুষ্ঠিত হবে কুয়েট শিক্ষক সমিতির ১০ম সাধারণ (জরুরি) সভা। বিশ্ববিদ্যালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে রবিবার (২৭ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটায় শিক্ষক সমিতির নেতাদের সঙ্গে এক বৈঠকে বসেন উপাচার্য, যেখানে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপাচার্য আশ্বস্ত করেন যে, আগামী মঙ্গলবার (২৯ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের ক্লাস কার্যক্রম আবার শুরু হবে।
একই দিন বিকেল সাড়ে ৩টায় প্রশাসনিক ভবনের সভাকক্ষে বিভিন্ন বিভাগের স্নাতক পর্যায়ের ভিপি এবং সিআর-দের সঙ্গে মতবিনিময় করেন উপাচার্য। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় স্বাভাবিক শিক্ষাপ্রক্রিয়ায় ফিরতে প্রস্তুত এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এদিকে, চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রদল ও বহিরাগতদের সংঘর্ষের ঘটনার পর সৃষ্ট অচলাবস্থা নিরসনে এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে আজ আরেকটি গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে এই সভা অনুষ্ঠিত হবে।
মতবিনিময় সভায় উপস্থিত থাকবেন স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, খানজাহান আলী, দৌলতপুর ও আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, ছাত্রকল্যাণ পরিচালক, নিরাপত্তা কমিটির সভাপতি ও সদস্যবৃন্দসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তি।
বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী এ.বি.এম. মামুনুর রশিদ উপাচার্যের নির্দেশক্রমে সভার বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করে বিষয়টি নিশ্চিত করেছেন।