নওগাঁর মান্দায় তিন মামলার সাজা প্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গত রোববার ভোরে অভিযান চালিয়ে কালিকাপুর বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম আলম খাঁ (৪৮)। তিনি কালিকাপুর বাজার এলাকার বাসিন্দা বরকতুল্লা খাঁর ছেলে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, চেক জালিয়াতি ও প্রতারণার তিনটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি আলম খাঁ। দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মান্দা উপজেলা বাসী সূত্রে জানা যায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান যোগদানের পর থেকে
আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। এজন্য মান্দা বাসীর পক্ষে ওসি মহোদয় কে শুভেচ্ছা জানিয়েছেন।
#এম এস