কুমিল্লার মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ সমাবেশে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ থেকে ১২ জন সমর্থক ও ছয়জন সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। হামলার সময় একটি মোবাইল ফোন ও তিনটি ক্যামেরা ভাঙচুর করা হয়। আহতদের মধ্যে একজন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যও রয়েছেন।
বুধবার (৩০ জুলাই) বিকালে মুরাদনগর উপজেলা সদরের আল্লাহ চত্বরে পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশে অংশ নেওয়া হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, সমাবেশ শুরু হওয়ার কিছুক্ষণ পর পার্শ্ববর্তী জেলা পরিষদ মার্কেট থেকে সমাবেশ লক্ষ্য করে ইটপাটকেল ছোড়া হয়। এতে মুহূর্তেই দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে গুঞ্জর গ্রামের মুসলেম উদ্দিনের ছেলে ওমর উল্লাহ (২৮), বাখানগর গ্রামের খলিলের ছেলে মোহাম্মদ ইমন (৩০), রহিমপুর গ্রামের মফিজের ছেলে শুক্কুর আলী (২৮), কদমতলী গ্রামের মোখলেসের ছেলে পারভেজ (২৮), গুঞ্জর গ্রামের মৃত আব্দুস সামাদের ছেলে কামাল হোসেন (৪০), এবং নিমাইকান্দি গ্রামের সাইদুল হাসানের ছেলে মো. ডালিম (২১) রয়েছেন।
আহত সাংবাদিকরা হলেন—শাহ ইমরান (দৈনিক খোলা কাগজ), আব্দুল্লাহ আল মারুফ (স্টার নিউজ), মঈন নাসের খাঁন রাফি (বার্তা ২৪), হাবিবুর রহমান মুন্না (দৈনিক পূর্বাশা), মাহফুজ আনোয়ার সৌরভ (এশিয়ান টিভি) ও মো. বাপ্পি (ক্যামেরাম্যান, এসএ টিভি)।