লক্ষ্মীপুর জেলার চররুহিতা রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে নির্বাচিত প্রতিনিধিরা সমিতির প্রধান উপদেষ্টা জামাত ইসলাম মনোনীত লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এস ইউ এম রুহুল আমিন ভূইয়াকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় সমিতির সভাপতি সফি মাহমুদ নিজু এবং সাধারণ সম্পাদক রাসেল হোসেন ছাড়াও অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গত বৃহস্পতিবার রসুলগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির মোট ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়। যেখানে সভাপতি এবং সাধারণ সম্পাদক ছাড়াও সিনিয়র সহসভাপতি নির্বাচিত হন সামছুল আলম রিটু, সহসভাপতি মুরাদ হোসেন। সহ-সাধারণ সম্পাদক ফারুক হোসেন, সাংগঠিন সম্পাদক মেহেদী হাসান সজিব, সহ-সাংগঠনিক সম্পাদক দিদার হোসেন। কোষাধ্যক্ষ নির্বাচিত হন মোর্শেদ আলম, দপ্তার মিরাজ হোসেন, প্রচার আবু তাহের, ধর্ম ইউসুফ হোসেন, এবং রায়হান হোসেন নির্বাচিত হন ক্রীড়া ও সমাজ কল্যাণ সম্পাদক।
রসুলগঞ্জ বাজার সমিতির সাতজন উপদেষ্টার মধ্যে এস ইউএম রুহুল আমিন ভুইয়া অন্যতম। যিনি জামাত ইসলাম মনোনীত লক্ষ্মীপুর -২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী।শুভেচ্ছা বিনিময়কালে তিনি সমিতির সার্বিক অগ্রযাত্রায় বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করেন।
https://shorturl.fm/CZ4At