রিজিক মানে কেবল টাকা-পয়সা বা বস্তুগত সচ্ছলতা নয়,যা আমরা নিয়মিত খুজি।রিজিকের সবচেয়ে সৌন্দর্যময় রূপগুলো আমরা অনেক সময় বুঝতেই পারি না বা কখনো চিন্তাও করিনা।
রিজিক হচ্ছে এমন একটি জিনিস যা এক টুকরো আত্মার প্রশান্তি, এক জোড়া চোখের নিঃশব্দ ঘুম, সুস্থ একটি শরীর, আর টেনশন মুক্ত জীবন। রিজিক মানে একটি নির্মল, কলুষতামুক্ত হৃদয়, পরিষ্কার ও পরিশুদ্ধ চিন্তা, যা গোনাহের পথে হাঁটে না অথচ আমরা ছুটে চলেছি অর্থ সম্পদের পেছনে। রিজিক মানে মায়ের দোয়ার ছায়া, পিতার দয়ার পরশ, এক নেককার জীবন সঙ্গী , একজন ভাইয়ের নিঃস্বার্থ উপস্থিতি, একটি সুখী ও একতাবদ্ধ পরিবার যা পৃথিবীর টাকা পয়সা অর্থ সম্পদ সব কিছুকেই হার মানায়। রিজিক হচ্ছে ইলমে দ্বীনের আলো, আল্লাহর রাস্তায় অবিচল থাকার , একজন বন্ধু যে আল্লাহর সন্তুষ্টির জন্য খোঁজ রাখে বিপদে আপদে পাশে থাকে সবার আগে, রিজিক মানেই এমন কারো দোয়া যে ভালোবাসবে নিঃস্বার্থভাবে শুধু রবের সন্তুষ্টির আশায়। রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার তাওফিক দান করুন।
”হে আল্লাহ! আমাদের রিজিকে বরকত দান করুন এবং তা আপনার সন্তুষ্টির মাধ্যমে পূর্ণ করুন।”
آمِيْن يا رَبَّ العٰلَمِين