আগামী ২৯ শে আগস্ট রোজ শুক্রবার বিকাল ৫ টায় অনুষ্ঠিত হবে দিয়ামনি ই কমিউনিকেশন সেলিব্রেটি অ্যাওয়ার্ড শো। যেখানে বিভিন্ন ক্যাটাগরিতে সেলিব্রেটিদের পুরস্কৃত করা হবে। এছাড়াও আগত দর্শকদের কথা মাথায় রেখে বিভিন্ন আয়োজন রাখা হয়েছে।

যার মধ্যে রয়েছে র্যাম্প শো। তরুণ, জনপ্রিয় অনেক মডেলকেই মঞ্চে হাটতে দেখা যাবে। জানা গেছে র্যাম্প শো’তে পারফর্ম করবেন তরুণ প্রতিভাবান মডেল কামরুল সেলিম। বিভিন্ন ডিজাইনের পোশাক পরে মঞ্চে হাঁটবেন কামরুল সেলিম।
কামরুল সেলিম মডেলিংয়ে পরিচিত মুখ। বিশেষ করে দৈনিক পত্রিকায় ফ্যাশন পাতায় নিয়মিতই দেখা যায় তাকে। সেইসঙ্গে নাটক এবং বিভিন্ন গানেও মডেলিং করে যাচ্ছেন ধারাবাহিকভাবে।
অনুষ্ঠানটির টিভি পার্টনার এটিএন বাংলা। প্রেস পার্টনার দৈনিক বাংলাদেশের আলো। ফ্যাশন পার্টনার মেঘ ও বিডি মডেল হাউজ। অনুষ্ঠানটি কচিকাঁচার মিলনায়তন সেগুন বাগিচায় অনুষ্ঠিত হবে।