মোনালি ঠাকুর-ছবি : সংগৃহীত
তবে সে সম্পর্ক নাকি আর টিকছে না। গত বছরের শেষ থেকেই নাকি গায়িকা ভারতে অবস্থান করছেন। শুধু তাই নয়, মাইক ও মোনালি দুজনেই ইনস্টাগ্রামে একে অপরকে আর ‘অনুসরণ’ করছেন না। এমনকি, গায়িকার স্বামী নিজের ইনস্টাগ্রামের পাতা ‘ব্যক্তিগত’ করে রেখেছেন। তার পর থেকেই তাদের বিবাহবিচ্ছেদের জল্পনা জোরালো হয়েছে। যে বিয়ের খবর একসময় গোপন রেখেছিলেন সেটাই আর স্থায়ী হলো না গায়িকার।