ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে নির্বাচনী আচরণ বিধিমালা ও করণীয় শীর্ষক আলোচনা ও কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ সকাল ৯:১৫ মিনিটে ফরিদপুরের সালথা উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ফরিদপুর -০২ (সালথা-নগরকান্দা) নির্বাচনী আসন পরিচালক জনাব ফারুক হোসেন এর সভাপতিত্বে সালথায় রিসডা ইনস্টিটিউট অব টেকনোলজি এর হলরুমে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কর্মী সমর্থকদের কে নির্বাচন বিষয়ক আচরণ বিধিমালা সম্পর্কে অবহিত করণ ও প্রশিক্ষণ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উক্ত প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর জনাব মোঃ হারিস মোল্লা, সেক্রেটারি জনাব মোঃ আব্দুল ওহাব মিয়া, সালথা উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তরিকুল ইসলাম, উপজেলা নায়েবে আমীর জনাব আজিজুর রহমান সহ উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী সমর্থক গণ উপস্থিত ছিলেন এ সময় তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তাদের কর্মী সমর্থকদের কে নির্বাচনী আচরণ বিধিমালা ও আইন কানুন সম্পর্কে ধারণা দেন।
এছাড়াও তারা এখন থেকেই প্রতিটি ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে জামায়াতে ইসলামীর দাওয়াতি কার্যক্রম পরিচালনা ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার জন্য জনগণকে উদ্বুদ্ধ করার জন্য বলেন।
https://shorturl.fm/RCU0v