বেশ কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দিঘী। প্রতিদিনই খোশ মেজাজে রকমারি পোশাকে সেখানকার দর্শনীয় স্থানে ঘুড়ে বেড়াচ্ছেন। শুধু তাই নয়, দেখা করেছেন বাংলাদেশের একঝাঁক তারকার সঙ্গেও। যার মধ্যে রয়েছেন সংগীতশিল্পী জেমস। এছাড়াও সেখানে কাটানো নানা মুহূর্ত ভাগ করে নিয়েছিলেন দিঘী। বৃহস্পতিবার ৩১ জুলাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেছেন দিঘী।
ছবিতে তাকে দেখা যাচ্ছে এক আধুনিক, দৃষ্টিনন্দন স্থাপত্যের ছায়ায় হেঁটে বেড়াতে। তার লাল-সাদা ফ্লোরাল প্রিন্টের মিডি ড্রেসে তার উপস্থিতি ছিল নজরকাড়া। কখনও একহাতে সানগ্লাস সামলে হাসছেন, আবার কখনও ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিচ্ছেন নানা ভঙ্গিতে; যা দিঘীকে মোহময়ী করে তুলেছে।দিঘীর এই ছবিগুলো ঘিরে তার পোস্টে বেশ প্রতিক্রিয়া ও মন্তব্য জমা পড়েছে। নেটিজেনদের অধিকাংশই তার সৌন্দর্য ও স্টাইলের প্রশংসা করেছেন।
গেল রোজার ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’ সিনেমায় তার অভিনয় বেশ প্রশংসিত হয়েছে।তবে নতুন কোনো সিনেমা নিয়ে সাম্প্রতিক সময়ে খুব একটা আলোচনায় না থাকলেও দিঘী রয়েছেন পুরোপুরি লাইমলাইটে। সোশ্যাল মিডিয়াতে তার অনুসারীর সংখ্যা প্রচুর। নিয়মিতই বিভিন্ন মুহূর্ত শেয়ার করে থাকেন ভক্ত-অনুরাগীদের সঙ্গে।