জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহকে ‘ফকিন্নির বাচ্চা’ বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। সোমবার (২৫ আগস্ট) রাত পৌনে ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া স্ট্যাটাসে তিনি এমন মন্তব্য করেন।
স্ট্যাটাসে রুমিন ফারহানা কিছু ছবি আপলোড করেন। যেখানে একটি ছবিতে হাসনাত আব্দুল্লাহকে দেয়ালের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়, সেখানে লিখা— ‘সে-ই তো ধন্য যে ছাত্রজীবনে ছাত্রলীগের গর্বিত কর্মী হওয়ার সুযোগ পেয়েছেন?’
আরেকটি ছবিতে দেখা যায়, দৈনিক ইত্তেফাক পত্রিকায় শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কলাম লিখে তা নিজের আইডিতে পোস্ট করেন হাসনাত।
এছাড়া ২০২২ সালের ৩১ জুলাই প্রকাশিত নিষিদ্ধ ছাত্রলীগের একটি প্যাড দেখা যায়। যেখানে ‘হাসনাত আব্দুল্লাহ’ নামে একজনকে কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তবে এ ছবির সত্যতা যাচাই করা যায়নি।
এদিকে এসব ছবি যুক্ত করে শিরোনামে রুমিন লিখেন, ‘এটা ঐ ফকিন্নির বাচ্চাটা না, যে আমাকে আওয়ামী লীগ বিষয়ক সম্পাদক বলেছে?’ এর আগে গতকাল রবিবার বিকালে নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে রুমিন ফারহানাকে ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক অন্যতম সম্পাদক’ বলে মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ।
বিএনপি নেত্রীর সমালোচনা করে হাসনাত বলেন, ‘বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক রয়েছেন অনেকেই, যারা আওয়ামী লীগ থেকেও বেশি আওয়ামী লীগ। বিএনপির আওয়ামী লীগবিষয়ক সম্পাদক যারা রয়েছেন, তাদের মধ্যে অন্যতম রুমিন ফারহানা।