গত সপ্তাহেই লক্ষ্মীপুর থেকে চৌমুহনী চৌরাস্তা সড়ক ৪ লেন করার দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর শহর ও চন্দ্রগঞ্জ থানা সংবাদ সম্মেলনে জোর দাবী তুলে। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর ৩ আসনের সংসদ সদস্য প্রার্থী, বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
সেই কার্যক্রমের অগ্রগতি জানতে আজ বৃহস্পতিবার লক্ষ্মীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলীর সাথে সাক্ষাৎ করেন ড. রেজাউল করিম। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জামায়াতে ইসলামের শহর আমির আবুল ফারহা নিশান এবং অন্যান্য নেতৃবৃন্দ।
লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কটি জেলার মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কেননা, এটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সঙ্গে যুক্ত হওয়ার প্রধান সংযোগ সড়ক। এই সড়ক দিয়েই প্রতিদিন লক্ষাধিক মানুষ চলাচল করে। সেইসঙ্গে এটি জেলা সদর, কমলনগর, রামগতি ও রায়পুর উপজেলার কৃষিপণ্য, মাছ, ব্যবসা-বাণিজ্য ও রোগী পরিবহনেরও প্রধান মাধ্যম।
অথচ, বর্তমানে সড়কটির অবস্থা অত্যন্ত নাজুক। রিকশা, অটোরিকশা, সিএনজি, ট্রাকসহ ভারী যানবাহনের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে, সেইসঙ্গে প্রাণহানিও ঘটছে নিয়মিত। সরকারি অবহেলার কারণে লক্ষ্মীপুরবাসীর জন্য এই সড়ক ছাড়া অন্য কোনো বিকল্প যোগাযোগ ব্যবস্থা নেই। জেলার মধ্যে কোনো রেলপথ বা আকাশপথও নেই। প্রায় ১৯ লাখ মানুষের জন্য এটি একমাত্র ভরসার পথ। তাই এই সড়কটি দ্রুত ৪ লেনে উন্নীত করাটা এখন সময়ের দাবি।