চিত্রনায়ক আবুল খায়ের জসিম উদ্দিনের সন্তান ছেলে ‘ওনড’ ব্যান্ডের ভোকালিস্ট, বেজিস্ট ও সাউন্ড ইঞ্জিনিয়ার এ কে রাতুল মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেছেন ব্যান্ডের গীতিকার সিয়াম ইবনে। সিয়াম ইবনে আলম জানান, উত্তরার একটি জিমে হঠাৎ হৃদ্রোগে আক্রান্ত হন রাতুল। পরে তাকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নেওয়া হয়।
সেখান থেকে লুবানা হাসপাতালে নেওয়া হয়। এর ঘণ্টাখানেক পর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা।
জসিমের আচমকা মৃত্যুর খবর যেমন চমকে দিয়েছিল সকলকে, রাতুলের মৃত্যুর খবরও অবিশ্বাস্য মনে হচ্ছে তার গানের ভক্তদের। রাতুলের এমন আকস্মিক প্রয়াণ মানতে পারছেন এদেশের সংগীতপ্রেমীরা।
দেশের সংগীতাঙ্গনে যেন হঠাৎ করেই শোকস্তব্ধ হয়ে গেছে। শোক প্রকাশ করছেন সংগীতশ্লিষ্টরা।
গায়ক রবি চৌধুরী, বাপ্পা মজুমদার, অর্ণবসঃ অনেকেই শোক প্রকাশ করছেন। ব্যাণ্ড দল আর্ক, চিরকুট শোক জানিয়েছে।