সংগৃহীত
রক্তাক্ত জুলাই
মুমতাহিনা শাহরিন
রক্তে রাঙা সেই চব্বিশে জুলাই,
আকাশ কেঁদেছিল, কেঁপে উঠেছিল ধূলিকণার গায়।
পথঘাট, মিছিল, স্লোগানে ছিল আগুন,
শহীদরা হাঁটছিলেন হাতে হাতে, ছিল না কারো ঘুম।
বুকে ঝাঁপিয়ে পড়েছিল যারা,
তাদের নেই ভয়, নেই কোনো হারা।
চোখে স্বপ্ন, মুখে প্রতিবাদ—
জুলাইয়ের সেই দিনে ছিল গণআন্দোলনের সাধ।
টিয়ার গ্যাস, গুলি, লাঠির আঘাত,
তবু নড়েনি কেউ, অটুট প্রতিঘাত।
একটি পতাকা, কিছু ন্যায়ের বুলি,
পেছনে শহীদের রক্ত, সামনে স্বাধীনতার খুলি।
ওরা মরেনি, জেগে আছে আজও,
রক্তাক্ত জুলাই শেখায়, কেমন করে লড়তে হয় বাজে রাজনীতির বাজু।
এ শুধু তারিখ নয়, এ এক শপথ,
আমরা ভুলবো না, যতই হোক শক্তির অপপ্রয়াসে অপথ।