তবে নামটা রোমিও হলেও জানা গেছে এটা কোনো লাভস্টোরি নয়। বরং এটি এক স্টাইলিশ, বুদ্ধিদীপ্ত এবং আবেগঘন গ্যাংস্টার থ্রিলার, যেখানে প্রতিটি চরিত্রের নৈতিক দ্বন্দ্ব আর আবেগের দোলাচল গড়ে তুলবে চরম উত্তেজনা। এক শিল্পসৌকর্যে মোড়া অপরাধ জগতের পটভূমিতে তৈরি এই সিনেমায় শাহিদ কাপুরকে দেখা যাবে এমন এক চরিত্রে, যে একদিকে শীতল অপরাধপ্রবণ, আবার অন্যদিকে আবেগে ভেঙে পড়া মানুষ।
অন্যদিকে তামান্নার চরিত্রটাও অনেকটা ভিন্ন রকম। এই ছবিতে তামান্নার চরিত্র যে শুধু গ্ল্যামার যুক্ত নারী নয়, শক্তি ও আবেগের নিখুঁত ভারসাম্য থাকবে তার চরিত্রে। প্রথম চিত্রনাট্য পড়েই এক বাক্যে রাজি হয়ে যান তিনি। তার চরিত্রটি একাধিক টার্নিং পয়েন্টে প্লটকে মোড় ঘোরাতে সাহায্য করবে এবং ছবির বাজারজাতকরণেও একটি বড় শক্তি হিসেবে কাজ করবে। ছবিটি মুক্তি পাবে চলতি বছরের ৫ ডিসেম্বর।






